মনিপুরী জনগোষ্ঠী কয়টি গোত্রে বিভক্ত

ক) ৫টি খ) ৬টি গ) ৭টি ঘ) ৮টি সঠিক উত্তর: ✅ গ) ৭টি ব্যাখ্যা : মণিপুরী জনগোষ্ঠী ঐতিহাসিকভাবে ৭টি গোত্রে বা ‘ইয়েক/সালাইস’-এ বিভক্ত—নিংথাউযা, লুওয়াং, খুমান, মৈর‌্যাং, অংঅম, চেংলেই এবং খাবা-গণবা। প্রতিটি গোত্রের আবার একাধিক পারিবারিক শাখা বা ‘শাগেই’ রয়েছে। পরবর্তীতে বৈষ্ণব ধর্ম গ্রহণের ফলে এসব গোত্র হিন্দু গোত্রনামে রূপান্তরিত হয়, যেমন নিংথাউযা → শান্ডিল্য, খুমান … Read more

পাহাড়পুর কোন নদীর তীরে অবস্থিত ?

ক) যমুনা নদীখ) ছোট যমুনা নদীগ) করতোয়া নদীঘ) তিস্তা নদী ✅ সঠিক উত্তর: খ) ছোট যমুনা নদী ব্যাখ্যা : বাংলাদেশের ঐতিহাসিক স্থান পাহাড়পুর বৌদ্ধবিহার, যা সোমপুর মহাবিহার নামেও পরিচিত, নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় ছোট যমুনা নদীর তীরে অবস্থিত। এটি অষ্টম শতকে পাল সম্রাট ধর্মপাল কর্তৃক নির্মিত হয়েছিল এবং এক সময় সমগ্র ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রধান … Read more

বিশ্বের দ্বিতীয় মুসলিম মহিলা প্রধানমন্ত্রী কে

ক) বেনজির ভুট্টোখ) শেখ হাসিনাগ) খালেদা জিয়াঘ) মেগাওয়াতি সুকর্ণপুত্রী ✅ সঠিক উত্তর: গ) খালেদা জিয়া ব্যাখ্যা : বিশ্বের দ্বিতীয় মুসলিম মহিলা প্রধানমন্ত্রী হলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন পাকিস্তানের বেনজির ভুট্টো, যিনি ১৯৮৮ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তার পর ১৯৯১ সালে বাংলাদেশে অনুষ্ঠিত নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল … Read more

পানি কোন ভাষার শব্দ ?

ক) সংস্কৃত খ) আরবি গ) হিন্দি ঘ) ফারসি উত্তর: হিন্দি ভাষার শব্দ । ব্যাখ্যাঃ “পানি” শব্দটি আধুনিক হিন্দি ভাষায় “पानी (pānī)” হিসেবে প্রচলিত এবং বাংলায় যে রূপটি আমরা ব্যবহার করি—পানি—তা হিন্দি-উচ্চারণের সঙ্গে অভিন্ন। ভাষাতাত্ত্বিকভাবে এই ধরণের শব্দগুলো সাধারণত প্রাচীন সক্রিয় ভারতীয় ভাষা–গোষ্ঠীর (সামান্য পার্থক্যসহ) অংশ; তাই সংস্কৃত, প্রাকৃত ও আপভ্রংশের মাধ্যমেও একইরকম রূপগুলো দেখা যায়। তবে বাংলা … Read more

নোবেল বিজয়ী প্রথম বাঙালি কে ?

প্রশ্ন:  নোবেল বিজয়ী প্রথম বাঙালি কে ?  ক. অমর্ত্য সেন খ.  রবীন্দ্রনাথ ঠাকুর  গ.  ড. মুহাম্মদ ইউনুস ঘ.  অভিজিৎ বন্দোপাধ্যায় উত্তর: (খ) রবীন্দ্রনাথ ঠাকুর  ।  ব্যাখ্যা:  নোবেল বিজয়ী প্রথম বাঙালি হলেন বিশ্ব কবি ” রবীন্দ্রনাথ ঠাকুর  ” । ১৯১৩ সালে সর্বপ্রথম বাঙালি হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরষ্কার লাভ করেন । ড. মুহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল … Read more

সাহিত্যে নোবেল বিজয়ী প্রথম নারী কে ?

প্রশ্ন:  সাহিত্যে নোবেল বিজয়ী প্রথম নারী কে ?  ক.  ইলিনয় ওস্ট্রম খ.  মাদাম কুরি  গ.  সেলমা রেগারলেফ ঘ.  অ্যানি এরনো উত্তর:  গ) সেলমা রেগারলেফ  ।  ব্যাখ্যা:  সাহিত্যে নোবেল বিজয়ী প্রথম নারী হলেন  ” সেলমা রেগারলেফ ( ১৯০৯ ) ” । সর্বশেষ সাহিত্যে নোবেল বিজয়ী হলেন  ‘ অ্যানি এরনো (২০২২) ‘ । 

অর্থনীতিতে নোবেল বিজয়ী প্রথম নারী কে ?

প্রশ্ন:  অর্থনীতিতে নোবেল বিজয়ী প্রথম নারী কে ?  ক.  এলিজাবেথ ব্লাকবার্ণ খ.  এলিনর ওস্ট্রম গ.  অ্যাজ ইয়োনাথ ঘ.  মাদাম কুরি  উত্তর:  খ) এলিনর ওস্ট্রম  ।  ব্যাখ্যা:  অর্থনীতিতে নোবেল বিজয়ী প্রথম নারী হচ্ছেন  ” এলিনর ওস্ট্রম ” । 

নোবেল বিজয়ী প্রথম নারী কে ?

প্রশ্ন:  নোবেল বিজয়ী প্রথম নারী কে ?  ক.  মালালা ইউসুফজাই খ.  মাদার তেরেসা  গ.  মাদাম কুরি ঘ.  সেলমা রেগারলেফ উত্তর:  (গ) মাদাম কুরি  ।  ব্যাখ্যা: নোবেল বিজয়ী প্রথম নারী হলেন  ” মাদাম কুরি ” । সাহিত্যে নোবেলজয়ী প্রথম নারী সুইডেনের সেলমা রেগাললেফ  । 

বাংলাদেশের নোবেল বিজয়ী কতজন ?

প্রশ্ন:  বাংলাদেশের নোবেল বিজয়ী কতজন ?  ক.  ৩  খ.  ৫ গ.  ১ ঘ.  ৪ উত্তর:  (গ) ১ জন  ।  ব্যাখ্যা: বাংলাদেশের নোবেল বিজয়ীর সংখ্যা হলো  ” ১ জন ” । সেই সৌভাগ্যবান মানুষটি হলেন  ” ডঃ মুহাম্মদ ইউনুস ” ।  ২০০৬ সালে ডঃ মুহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন  । ক্ষুদ্রঋণ ধারণার প্রতিষ্ঠায় অবদানের জন্য … Read more

শান্তিতে নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী কে ?

প্রশ্ন:  শান্তিতে নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী কে ? ক.  মালালা ইউসুফজাই খ.  শিরিন এবাদি গ.  নার্গিস মোহাম্মদী ঘ.  তাওয়াক্কোল কারমান উত্তর:  (খ) শিরিন এবাদি  ।  ব্যাখ্যা:- শান্তিতে নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী হলেন  ” শিরিন এবাদি । ২০০৩ সালে প্রথম মুসলিম নারী হিসেবে শিরিন এবাদি শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করেন ।  তিনি ছিলেন ইরানের আইনজীবী … Read more