কোন জেলায় রেলপথ নেই

ক) বরিশাল খ) কুমিল্লা গ) চট্টগ্রাম ঘ) রাজশাহী সঠিক উত্তর: ✅ ক) বরিশাল ব্যাখ্যা : বাংলাদেশে বর্তমানে মোট ২০টি জেলায় রেলপথ নেই, যার মধ্যে বরিশাল অন্যতম। বরিশাল বিভাগে কোনো রেলপথ নেই—অর্থাৎ বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর—এই ছয়টি জেলায় রেল যোগাযোগ ব্যবস্থা নেই। ঐতিহাসিকভাবে নদীবাহিত যোগাযোগ ব্যবস্থা এবং ভৌগোলিক অবস্থানের কারণে এ অঞ্চলে রেলপথ … Read more

কোন দেশের সহায়তায় ” বঙ্গবন্ধু স্যাটেলাইট – ২ ” উৎক্ষেপন করা হবে ?

প্রশ্ন:  কোন দেশের সহায়তায়  ” বঙ্গবন্ধু স্যাটেলাইট – ২ ”  উৎক্ষেপন করা হবে ?  ক.  যুক্তরাষ্ট্র  খ.  ফ্রান্স  গ.  চীন  ঘ.  যুক্তরাজ্য উত্তর:  (খ) ফ্রান্স  ।  ব্যাখ্যা:  ‘ ফ্রান্সের ‘ সহায়তায়  ” বঙ্গবন্ধু স্যাটেলাইট – ২ ”  উৎক্ষেপন করা হবে  । 

GPU – এর পূর্ণরূপ কী ?

প্রশ্ন:  GPU – এর পূর্ণরূপ কী ?  ক.  Graphic Processing Unit খ.  Graphics Processing Unit গ.  Graph Processing Unit ঘ.  Geographical Processing Unit উত্তর:  (খ) Graphics Processing Unit .  ব্যাখ্যা:  GPU – এর পূর্ণরূপ হলো ” Graphics Processing Unit ”  . Graphics Processing Unit (GPU) এর মাধ্যমে ইনফরমেশনাল ডাটাগুলোকে পিকচারে কনভার্ট করে । 

বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রীন হাউস গ্যাস নির্গত হয় ?

প্রশ্ন:  বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রীন হাউস গ্যাস নির্গত হয় ?  ক.  শিল্প  খ.  ভবন নির্মাণ  গ.  পরিবহন  ঘ.  বিদ্যুৎ ও তাপ উৎপাদন  উত্তর:  (ঘ) বিদ্যুৎ ও তাপ উৎপাদন  ।  ব্যাখ্যা: বিশ্বব্যাপী অর্থনৈতিক খাত হিসেবে  ” বিদ্যুৎ ও তাপ উৎপাদন ” থেকে সবচাইতে বেশি গ্রীন হাউস গ্যাস নির্গত হয়  । 

ফেসবুকের সদর দফতর কোথায় ?

প্রশ্ন:  ফেসবুকের সদর দফতর কোথায় ? ক.  ওয়াশিংটন  খ.  নিউইয়র্ক  গ.  সিয়াটল  ঘ.  ক্যালিফোর্নিয়া উত্তর:  ক্যালিফোর্নিয়া  ।  ব্যাখ্যা:  ফেসবুকের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ ক্যালিফোর্নিয়ায় ‘ । ফেসবুক ৪ ফেব্রুয়ারি ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয় । 

দেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত ?

প্রশ্নঃ  দেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত ?  ক.  ফেনী খ.  ঢাকা  গ.  ময়মনসিংহ  ঘ.  চট্টগ্রাম  উত্তরঃ  ময়মনসিংহ  ।  ব্যাখ্যাঃ  দেশের  ” ময়মনসিংহ ” জেলায় সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত  । 

কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয় ?

প্রশ্নঃ  কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয় ?  ক.  ২০১৩ খ.  ২০১৪ গ.  ২০১২ ঘ.  ২০১৫ উত্তরঃ  ২০১২ সালে  ।  ব্যাখ্যাঃ  মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয়  ” ২০১২ সালে ”  । 

মাইক্রোকম্পিউটারের এর জনক কে ?

প্রশ্নঃ  মাইক্রোকম্পিউটারের জনক কে  ?  ক.  এইচ রবার্ট এডওয়ার্ড  খ.  মাইকেল এস হার্ট  গ.  বিল গেটস  ঘ.  মার্ক জাকারবার্গ  উত্তরঃ  এইচ রবার্ট এডওয়ার্ড   ৷  ব্যাখ্যাঃ  মাইক্রোকম্পিউটারের জনক এইচ রবার্ট এডওয়ার্ড  ।  তিনি ১৯৭৫ সালে অলটেয়ার – ৮৮০ নামে প্রথম মাইক্রোকম্পিউটার তৈরী করেন    । 

e-book এর জনক কে ?

প্রশ্নঃ  e-book এর জনক কে  ?  ক.  মাইকেল এস হার্ট খ.  এভান উইলিয়ামসডন গ.  জাভেদ করিম  ঘ.  মার্টিন কুপার  উত্তরঃ  মাইকেল এস হার্ট     ।  ব্যাখ্যাঃ  e-book এর জনক মাইকেল এস হার্ট ।  এটি একটি ইলেক্ট্রনিক বুক । e-book এর জনপ্রিয়তা সবচেয়ে বেশি আমেরিকাতে   ।