HPIC এর পূর্ণরূপ কী ?

প্রশ্ন:  HPIC এর পূর্ণরূপ কী ?  ক.  High plant liquid chromatography  খ.  High performance liquid chromatography গ.  High pressure liquid chromatography ঘ.  High power liquid chromatography উত্তর:  (খ) High performance liquid chromatography .  ব্যাখ্যা: HPIC এর পূর্ণরূপ হলো  ” High performance liquid chromatography ”  . 

সোডিয়াম ক্লোরাইড (NaCI) কেলাসের গঠন কীরূপ ?

প্রশ্ন:  সোডিয়াম ক্লোরাইড (NaCI) কেলাসের গঠন কীরূপ ?  ক.  সঙ্ঘবদ্ধ – ঘনকাকার খ.  সঙ্ঘবদ্ধ ষড়কৌণিক আকার গ.  পৃষ্ঠতল কেন্দ্রিক ঘনকাকৃতির ঘ.  দেহ – কেন্দ্রিক ঘনকাকার উত্তর:  পৃষ্ঠতল কেন্দ্রিক ঘনকাকৃতির ।  ব্যাখ্যা:  সোডিয়াম ক্লোরাইড (NaCI) কেলাসের গঠন হচ্ছে  ” পৃষ্ঠতল কেন্দ্রিক ঘনকাকৃতির ” । 

গ্রীন হাউজ গ্যাসের কোন গ্যাস বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না ?

প্রশ্ন:  গ্রীন হাউজ গ্যাসের কোন গ্যাস বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না ?  ক.  সিএফসি খ.  কার্বন ডাই-অক্সাইড  গ.  মিথেন  ঘ.  নাইট্রাস অক্সাইড উত্তরঃ  সিএফসি  ।  ব্যাখ্যা:  গ্রীন হাউজ গ্যাসের ‘ সিএফসি ‘ গ্যাস বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না  । 

পানিতে দ্রবীভূত অক্সিজেন কোথায় অবস্থান করে ?

প্রশ্ন:  পানিতে দ্রবীভূত অক্সিজেন কোথায় অবস্থান করে ?  ক.  পানির তলদেশে খ.  পানির উপরিভাগে গ.  পানির আন্তঃআণবিক স্থানে ঘ.  পানির মধ্যভাগে উত্তর:  পানির আন্তঃআণবিক স্থানে  ।  ব্যাখ্যাঃ  পানিতে দ্রবীভূত অক্সিজেন ” পানির আন্তঃআণবিক স্থানে ” অবস্থান করে । 

ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কে ?

প্রশ্নঃ  ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কে ?  ক.  রবার্ট কচ খ.  লিউয়েন হুক গ.  হিরেডোটাস ঘ.  এরেনবার্গ উত্তরঃ  লিউয়েন হুক ।  ব্যাখ্যাঃ  ব্যাকটেরিয়া আবিষ্কার করেন  ” লিউয়েন হুক ” । ১৮২৯ সালে জার্মান বিজ্ঞানী ‘ এরেনবার্গ ‘ সর্বপ্রথম Bacteria  শব্দটি ব্যবহার করেন । ব্যাকটেরিওলজির জনক ‘ রবার্ট কচ ‘  । 

অনুজীব বিজ্ঞানের জনক কে ?

প্রশ্নঃ  অনুজীব বিজ্ঞানের জনক কে ? প্রশ্নঃ  Microbiology জনক কে ?  ক.  রবার্ট কক্ খ.  এডওয়ার্ড জেনার গ.  এন্টনি ভন লিউয়েনহুক ঘ.  লুইস পাস্তুর উত্তরঃ  গ) এন্টনি ভন লিউয়েনহুক  ।  ব্যাখ্যাঃ  অনুজীব বিজ্ঞানের জনক হলেন  ” এন্টনি ভন লিউয়েনহুক ” । তিনি  ১৬৭৬ সালে  সর্বপ্রথম অনুজীব আবিষ্কার করেন । তিনি ছিলেন মূলত নেদারল্যান্ডসের নাগরিক । 

অপারেশন ম্যানেজমেন্ট এর জনক কে ?

প্রশ্নঃ  অপারেশন ম্যানেজমেন্ট এর জনক কে  ?  ক.  হেনরী ফাওল খ.  আর জে এডওয়ার্ড  গ.  মার্টিন বিঞ্জেরিনেক  ঘ.  ড. স্যামুয়েল হ্যানিম্যান উত্তরঃ  হেনরী ফাওল   ।  ব্যাখ্যাঃ  অপারেশন ম্যানেজমেন্ট এর জনক হেনরী ফাওল ।  টেস্ট টিউব বেবির জনক মার্টিন বিঞ্জেরিনেক   । 

টেস্ট টিউব বেবির জনক কে ?

প্রশ্নঃ  টেস্ট টিউব বেবির জনক কে  ?  ক.  আর জে এডওয়ার্ড  খ.  ড. স্যামুয়েল হ্যানিম্যান গ.  মার্টিনাস বিঞ্জেরিনেক  ঘ.  হেনরী ফেওল  উত্তরঃ  আর জে এডওয়ার্ড  ।  ব্যাখ্যাঃ  টেস্ট টিউব বেবির জনক  আর জে এডওয়ার্ড  ।  হোমিও শাস্ত্রের জনক ড. স্যামুয়েল হ্যানিম্যান   । 

হোমিও শাস্ত্রের জনক কে ?

প্রশ্নঃ  হোমিও শাস্ত্রের জনক কে  ?  ক.  ড. স্যামুয়েল হ্যানিম্যান খ.  ইবনে সিনা  গ.  জাবির ইবনে হাইয়ান  ঘ.  হেনরি বেকরেল  উত্তরঃ  ড. স্যামুয়েল হ্যানিম্যান  ৷  ব্যাখ্যাঃ  হোমিও শাস্ত্রের জনক ড. স্যামুয়েল হ্যানিম্যান ।  তেজস্ক্রিয়তার জনক হেনরি বেকরেল    ।