Home » ইতিহাস » বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে

বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে

ক) কামরুল হাসান
খ) সৈয়দ নজরুল ইসলাম
গ) শিব নারায়ণ দাস
ঘ) কামরুজ্জামান

সঠিক উত্তরঃ গ) শিব নারায়ণ দাস

ব্যাখ্যা:

বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী শিব নারায়ণ দাস। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তৎকালীন ছাত্রনেতাদের উদ্যোগে এই পতাকার নকশা তৈরি করা হয়। প্রথমদিকে পতাকার মাঝে সবুজ রঙের পটভূমিতে লাল বৃত্তের ভিতরে বাংলাদেশের মানচিত্র আঁকা ছিল। এই নকশাটিই শিব নারায়ণ দাসের হাতেই তৈরি হয়। তবে ১৯৭২ সালের জানুয়ারিতে পতাকায় কিছু পরিবর্তন আনা হয়। বাংলাদেশের মানচিত্রটি বাদ দিয়ে শুধুমাত্র সবুজের উপর লাল সূর্যের প্রতীক রাখা হয়, যাতে আন্তর্জাতিকভাবে ছাপার কাজে অসুবিধা না হয়। সবুজ রঙ বাংলাদেশের শ্যামল প্রকৃতি ও জীবনীশক্তির প্রতীক, আর লাল বৃত্ত স্বাধীনতার জন্য রক্তঝরানো শহীদদের আত্মত্যাগের প্রতীক। এভাবেই শিব নারায়ণ দাসের হাতে আঁকা পতাকা আজ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চিরন্তন প্রতীক হিসেবে পরিচিত।

Leave a Comment