Home » সাধারণ জ্ঞান » বাংলাদেশের নোবেল বিজয়ী কতজন ?

বাংলাদেশের নোবেল বিজয়ী কতজন ?

প্রশ্ন:  বাংলাদেশের নোবেল বিজয়ী কতজন ? 

ক.  ৩ 

খ.  ৫

গ.  ১

ঘ.  ৪

উত্তর:  (গ) ১ জন  । 

ব্যাখ্যা:

বাংলাদেশের নোবেল বিজয়ীর সংখ্যা হলো  ” ১ জন ” । সেই সৌভাগ্যবান মানুষটি হলেন  ” ডঃ মুহাম্মদ ইউনুস ” ।  ২০০৬ সালে ডঃ মুহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন  । ক্ষুদ্রঋণ ধারণার প্রতিষ্ঠায় অবদানের জন্য ডঃ মুহাম্মদ ইউনুস ও তার গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার লাভ করেন  । 

Leave a Comment