Home » বাংলাদেশ » মণিপুরীদের প্রধান উৎসব কোনটি

মণিপুরীদের প্রধান উৎসব কোনটি

ক) বিষু
খ) চৈরাউবা
গ) রাসপূর্ণিমা
ঘ) কাঙ

সঠিক উত্তর: ✅ গ) রাসপূর্ণিমা

ব্যাখ্যা :

মণিপুরীদের প্রধান ও সর্ববৃহৎ ধর্মীয়-সাংস্কৃতিক উৎসব হলো রাসপূর্ণিমা। অষ্টাদশ শতাব্দীতে মণিপুরের মহারাজ ভাগ্যচন্দ্র শ্রীকৃষ্ণের রাসলীলার অনুকরণে এ উৎসবের প্রচলন করেন। কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে এ উৎসব পালিত হয় এবং এতে শ্রীকৃষ্ণ ও রাধার লীলাকথা নৃত্য-নাট্যের মাধ্যমে উপস্থাপিত হয়। বাংলাদেশে প্রায় দেড়শত বছর ধরে, বিশেষত সিলেট বিভাগের মণিপুরী অধ্যুষিত এলাকায়, এই উৎসব অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়। উৎসব চলাকালীন মণ্ডপ ও উপাসনালয়ে বৈষ্ণব পদাবলী, গীতগোবিন্দ এবং মণিপুরী নৃত্যের মনোমুগ্ধকর পরিবেশনা হয়। দূরদূরান্ত থেকে হাজারো ভক্ত ও দর্শনার্থী এ সময় সমবেত হন, যা মণিপুরী সংস্কৃতির ঐক্য, ভক্তি ও নান্দনিকতার এক অনন্য প্রকাশ।

Leave a Comment