Home » বাংলাদেশ » বাংলাদেশের বিখ্যাত মনিপুরী নাচ কোন অঞ্চলের

বাংলাদেশের বিখ্যাত মনিপুরী নাচ কোন অঞ্চলের

ক) রাঙ্গামাটি
খ) কুমিল্লা
গ) রংপুর
ঘ) সিলেট

সঠিক উত্তর: ✅ ঘ) সিলেট

ব্যাখ্যা :

বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নৃত্য মূলত সিলেট অঞ্চলের ঐতিহ্য। অষ্টাদশ শতাব্দীর শেষভাগ থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথমভাগে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা এবং যুদ্ধের কারণে ভারতের মণিপুর রাজ্যের বহু মানুষ সিলেটসহ পার্শ্ববর্তী অঞ্চলে অভিবাসিত হন। বিশেষ করে বার্মা-মণিপুর যুদ্ধ (১৮১৯–১৮২৫) চলাকালে মণিপুরের রাজা চৌরজিৎ সিংহ ও তাঁর ভাইরা সিলেটে আশ্রয় নেন। পরবর্তীতে অনেক মণিপুরী স্থায়ীভাবে সিলেট বিভাগের মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় বসতি স্থাপন করেন। তাঁদের সংস্কৃতির উজ্জ্বলতম দিক হলো মণিপুরী নৃত্য, যা কোমল ভঙ্গিমা, আধ্যাত্মিক আবহ এবং রাধা-কৃষ্ণের লীলাভিত্তিক উপস্থাপনার জন্য বিশ্বব্যাপী সমাদৃত।

Leave a Comment