Home » ব্যাকরণ » ইপ্সা এর বিপরীত শব্দ কোনটি

ইপ্সা এর বিপরীত শব্দ কোনটি

ক) আঁধার
খ) অনীপ্সা
গ) কুৎসিত
ঘ) ঔদাসীন্য

সঠিক উত্তর: ✅ খ) অনীপ্সা

ব্যাখ্যা :

ইপ্সা শব্দের অর্থ হলো ইচ্ছা, আকাঙ্ক্ষা বা কামনা। এর বিপরীত শব্দ অনীপ্সা, যার অর্থ অনিচ্ছা বা আকাঙ্ক্ষার অভাব। বাংলা ভাষায় এই শব্দযুগল মূলত সাহিত্য, দর্শন ও মনোবিজ্ঞানের আলোচনায় ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, “তার ইপ্সা ছিল সমাজসেবায় নিজেকে নিয়োজিত করা” বাক্যে ইপ্সা মানে প্রবল ইচ্ছা; আর “সে বিষয়টিতে তার অনীপ্সা স্পষ্ট” বাক্যে অনীপ্সা মানে অনিচ্ছা বা আগ্রহহীনতা।

Leave a Comment