Home » ব্যাকরণ » উপশম এর বিপরীত শব্দ কোনটি

উপশম এর বিপরীত শব্দ কোনটি

ক) অধ
খ) উন্নতি
গ) বৃদ্ধি
ঘ) উদার

সঠিক উত্তর: ✅ গ) বৃদ্ধি

ব্যাখ্যা :

উপশম শব্দের অর্থ হলো কষ্ট, ব্যথা বা সমস্যার লাঘব বা প্রশম। চিকিৎসা, সামাজিক সমস্যা সমাধান বা মানসিক প্রশান্তির ক্ষেত্রে উপশম বলতে বোঝায় অবস্থা কিছুটা হালকা হওয়া বা কমে যাওয়া। এর বিপরীত অর্থ হবে অবস্থা বাড়ানো বা তীব্রতর করা—যা বাংলায় বৃদ্ধি শব্দ দ্বারা প্রকাশ পায়। উদাহরণস্বরূপ, “ওষুধ খাওয়ার ফলে ব্যথার উপশম হয়েছে” বাক্যে উপশম মানে ব্যথা কমেছে; আর “অবহেলার কারণে রোগের বৃদ্ধি ঘটেছে” বাক্যে বৃদ্ধি মানে রোগের অবনতি বা তীব্রতা বেড়ে যাওয়া।

Leave a Comment