Home » আন্তর্জাতিক » মিশর কোন মহাদেশে অবস্থিত

মিশর কোন মহাদেশে অবস্থিত

ক) এশিয়া
খ) আফ্রিকা
গ) ইউরোপ
ঘ) আফ্রিকা ও এশিয়া উভয়ই

সঠিক উত্তর: ✅ ঘ) আফ্রিকা ও এশিয়া উভয়ই

ব্যাখ্যা :

মিশর একটি আন্তর্মহাদেশীয় দেশ — অর্থাৎ এটি দুই মহাদেশে বিস্তৃত।

  • মূল ভূখণ্ডের বৃহত্তম অংশ উত্তর-পূর্ব আফ্রিকায় অবস্থিত।
  • সিনাই উপদ্বীপ এশিয়ার দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত, যা মিশরের ভূখণ্ডের অংশ।
  • আফ্রিকা ও এশিয়ার সংযোগস্থল হিসেবে মিশরের কৌশলগত গুরুত্ব অত্যন্ত বেশি।
  • দুই মহাদেশকে সংযুক্ত করেছে সুয়েজ খালসিনাই উপদ্বীপ

রাজধানী কায়রো আফ্রিকা অংশে অবস্থিত, তবে দেশটি ভৌগোলিকভাবে আফ্রিকা ও এশিয়া উভয় মহাদেশেই বিস্তৃত।

Leave a Comment