Home » আন্তর্জাতিক » সাইপ্রাস কোন মহাদেশে অবস্থিত

সাইপ্রাস কোন মহাদেশে অবস্থিত

ক) এশিয়া
খ) আফ্রিকা
গ) ইউরোপ
ঘ) এশিয়া ও ইউরোপ উভয়ই

সঠিক উত্তর: ✅ গ) ইউরোপ

ব্যাখ্যা :

সাইপ্রাস ভূমধ্যসাগরের পূর্বাংশে অবস্থিত একটি দ্বীপ দেশ।

  • ভৌগোলিকভাবে এটি ইউরোপ, এশিয়া ও আফ্রিকার সংযোগস্থলে হলেও ভূগোল ও রাজনৈতিকভাবে ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত
  • এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র
  • রাজধানী নিকোসিয়া
  • উত্তরে তুরস্ক, পূর্বে সিরিয়া ও লেবানন, দক্ষিণে মিশর এবং পশ্চিমে গ্রিস অবস্থিত।

ঐতিহাসিকভাবে সাইপ্রাসে গ্রিক ও তুর্কি—উভয় সংস্কৃতির প্রভাব রয়েছে, যা আজও এর ভাষা, সংস্কৃতি ও রাজনীতিতে প্রতিফলিত।

Leave a Comment